মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ সাতক্ষীরার দুই জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা জামায়াতের পশ্চিম শাখার সাবেক আমীর ও কুশখালি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার এবং সদর উপজেলার ঘোনা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল ওয়াদুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(১৪ ডিসেম্বর) আদালতে পাঠানো প্রতিবেদনে গত ২ সেপ্টেম্বর নাশকতার পরিকল্পনাকালে সদর থানার দায়েরকৃত ৭ নং বিচারাধীন মামলায় তাদেরকে যথাক্রমে মঙ্গলবার বিকাল চারটায় কুশখালি ইউনিয়ন পরিষদ এলাকা ও একই দিন বিকেল ৫টায় ঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও আব্দুল ওয়াদুদ একই উপজেলার ঘোনা গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আব্দুল গফফার ও আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা তৎসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারার অভিযোগ রয়েছে। তাদেরকে বুধবার বিকালে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন