Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় তিন মাদকসেবীকে এক বছরের কারাদন্ড

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় তিন মাদকসেবীকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার এনায়েতপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে তুহিন শেখ (২৫), খলিষখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২০) ও মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে সেলিম হোসেন (২৩)।

খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, শুক্রবার রাতে তুহিন, রাশেদুল ও সেলিমকে খলিষখালী বাজার সংলগ্ন পল্লীমঙ্গলের মাঠ থেকে গাঁজাসহ আটক করা হয়। শনিবার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন