মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‌নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় রনি হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের বাড়িতে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রনি হোসেন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের ইছহাক দালাল ও মনজুআরা বেগম দম্পতির ছেলে। সে সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) ইমামুল ইসলাম বলেন, সোমবার রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যায় রনি। মঙ্গলবার সকালে স্বাভাবিক ঘুম থেকে ওঠার কথা থাকলেও রনি না ওঠায় দুপুরের দিকে সবার সন্দেহ হয়। এসময় ঘরের দরজা ভেঙে দেখা যায় গলায় লুঙ্গি বেঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে রনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন