Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় কৃষকের ট্রাক্টরে রহস্যজনক অগ্নিকান্ড

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক কৃষক যুবকের ট্রাক্টরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে প্রচন্ড আওয়াজে ঘুম ভাঙ্গে তাদের। বাড়ি থেকে বের হয়ে দেখতে পান রাস্তার পাশে রাখা ট্রাক্টরটি দাউ দাউ করে জ্বলছে। দ্রুত পানি দিয়ে নিভানোর চেষ্টা করেন তারা। আগুন নেভানোর চেষ্টায় তারা সফল হলেও ততক্ষণে ট্রাক্টরটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। ট্রাক্টরটির মালিক একই এলাকার ওয়াজেদ মোড়লের ছেলে রেজাউল ইসলাম।মাত্র ৬ মাস পূর্বে কিস্তিতে ক্রয় করেছিলেন সেটি। তা থেকে উপার্জিত অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নও দেখেছিলেন তিনি। কিন্তু দুর্বৃত্তের দেওয়া আগুনে সে স্বপ্নের মৃত্যু হয়েছে।

রেজাউল ইসলাম জানান, ১৯লক্ষ ৫০ হাজার গাড়িটি ক্রয়ের পর মাত্র এক মৌসুম কাজ হয়েছে। এখন কাজ না থাকায় গাড়িটি রাস্তার পাশের জমিতে রাখা ছিল। এখনো কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি। গাড়ীতে থাকা একশ লিটার তেলসহ প্রায় গাড়ীটির অধিকাংশই পুড়ে গেছে।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন