মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু রোগী, শ্যামনগরে শিশুসহ ২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোমবার (১৪ নভেম্বর) শ্যামনগরে শিশুসহ দু’জন ডেঙ্গুতে অক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  হয়েছেন।

জ্বরের সাথে অন্যান্য উপসর্গ থাকায় ওইদিন সকালে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত করলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডেঙ্গু আক্রান্ত রোগীরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে শিশু মোস্তাকিম বিল্লাহ ও একই উপজেলার হায়বাদপুর গ্রামের মৃত শেখ ফরিদ উদ্দীনের ছেলে শেখ জাবের হোসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্তদের পরিবার সুত্রে জানা যায়, মোস্তাকিম নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যদিও শেখ জাবের হোসেন সম্প্রতি ভারত সফরকালে অসুস্থ হয়ে একদিন আগে দেশে ফেরার পর সোমবার তার ডেঙ্গু সনাক্ত হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সিরুজ্জামান জানান, প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্লাটিলেটস কমে যাওয়ায় শেখ জাবের হোসেনকে রক্ত দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। মাঝেমধ্যে এক-দুজন ডেঙ্গু রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসছে বলেও তিনি নিশ্চিত করেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সবিজুর রহমান জানান, ২০২২ সালের এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট ৬০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫ জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাকি ৫ জন রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন