মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলতা ইউনিয়নের মানিকতলা গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশের বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুতের নাম ললিতা রানী ঘরামী । তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পোড়াকাটলা গ্রামের প্রভাষ ঘরামীর স্ত্রী।

মৃতের ছেলে শ্যামনগর উপজেলার পোড়াকাটলা গ্রামের দিলুজ ঘরামী জানান, তারা স্বামী-স্ত্রী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ও কালিগঞ্জের নলতা ইউনিয়নের মানিকতলা গ্রামের আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া। তার স্ত্রী কাশীবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতার সুবাদে আড়াই বছর যাবৎ মা ললিতা রানী ঘরামীকে সাথে নিয়ে এ বাড়িতে ভাড়া থাকেন। তার মা ললিতা রানী ঘরামী বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যেতে তিনি রোববার অনলাইনে পাসপোর্টের আবেদন করেন। সোমবার দুপুরে পাসপোর্টের জন্য তিনি ব্যাংকে টাকা জমা দিতে যান। এ সময় তার স্ত্রী জ্যোস্না রানী ঘরামী স্কুলে ছিল। সুযোগ বুঝে তার মা পার্শ্ববর্তী বাঁশবাগানে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক মনির হোসেন জানান, সোমবার সন্ধ্যায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় এনেছেন। মঙ্গলবার ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন