মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় বাল্যবিয়ের অপরাধে জরিমানা, স্বামী-স্ত্রী একসাথে বসবাসে নিষেধাজ্ঞা

সাতক্ষীরার তালায় কিশোর-কিশোরীর বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ২০ হাজার টাকা জরিমানাসহ স্বামী-স্ত্রী একসাথে বসবাসে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(২নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুভাষিনী গ্রামের মৃত রবিউল খানের ছেলে আল আমিন খানের (১৫) সাথে চলতি বছরের জুলাই মাসে গোপনে বিয়ে হয় ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শাহিন সরদারের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের মেয়ের সাথে। ওই কিশোরী শেয়ার বাংলাদেশ নামের একটি বেসরকারীর উন্নয়ন সংগঠনের সুবিধাভোগি। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বুধবার তাদের অভিভাবকদের তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস মেয়ের পিতা শাহিন সরদারকে ২০ হাজার টাকা জরিমানা, মুচেলকা গ্রহণ এবং ওই বাল্যবিয়েতে নিষেধাজ্ঞা জারি করেন। মেয়ে এবং ছেলের বয়স পূর্ণ না হলে তারা স্বামী স্ত্রী হিসেবে একসাথে বসবাস করতে পারবে না।

তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন