Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের দপ্তরে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়া ৩ প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোরশেদ আলী (ভিপি মোরশেদ), স্বতন্ত্র হিসেবে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ও আরেক স্বতন্ত্র প্রার্থী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিছার আলী। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, যে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারাই জমা দিয়েছেন।

তিনি আরো জানান, এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে রুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা মোট ৪২টি।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন