মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের মারধরের ঘটনায় আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার খালাসিদের মারধরের ঘটনায় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে সবধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় স্থানীয় সাদ্দাম বাহিনী কর্তৃক ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিদের মারধরের এই ঘটনা ঘটে।

ওই ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার বাবলু সরদার (৪৩) রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মন্ডলসহ ৮জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি ট্রাক।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ট্রাক ড্রাইভারদের মারধরের অভিযোগ এনে ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিরা ধর্মঘট শুরু করে। বিষয়টি নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা চলছে। আশা করি দ্রত আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ইতোমধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন