মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দু’সদস্য প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনের আগের দিন রোববার (১৬ অক্টোবর) সরে দাঁড়ালেন জেলা পরিষদের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দুই সাধারণ সদস্য প্রার্থী।

এরা হলেন, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কালিগঞ্জের নুরুজ্জামান জামু ও ৬ নং ওয়ার্ডের আশাশুনি এলাকার প্রার্থী তোষিকে কাইফু।

শারিরিক ও পারিবারিক সমস্যা দেখিয়ে রোববার বেলা ১২ টায় সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কালিগঞ্জের নুরুজ্জামান জামু। এ সময়ে তিনি সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে অন্য যে কোনো পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোটারদেরকে তাদের মূল্যবান ভোট প্রদানের আহবান জানান।

উল্লেখ্য যে, নুরুজ্জামান জামু সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাধারণ সদস্য ছিলেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মৌতলা কাঁচা বাজার সমিতির সভাপতি পদে দায়িত্বে আছেন।

এদিকে রোববার বিকালে নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দিয়ে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ান ৬ নম্বর ওয়ার্ডের আশাশুনি এলাকার সাধারণ সদস্য প্রার্থিত তোষিকে কাইফু।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন