মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারের স্পর্শে আনার আলী আনু (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫ দিকে কালীগঞ্জ উপজেলার গড়ই মহল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনার আলী আনু সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ই মহল গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে ধান ক্ষেতের আইলে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে ফাঁদ পাতে গড়ই মহল গ্রামের রওশন আলী গাজীর ছেলে গোলাম মোস্তফা। রোববার ভোরে ফজরের নামাজ আদায় করে নিজের জমির ধান ক্ষেতে যেতে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করে আনার আলী। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আনার আলীর মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার পর থেকে গোলাম মোস্তফা পলাতক রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন