Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
জেলায় উপসর্গে মোট মৃত্যু ৯১ জনের

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও দুই বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় ও সোমবার সকালে তারা মারা যান। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত মারা গেছে অন্তত ৯১জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের মোবারক আলীর ছেলে ইছাহাক আলী (৭০) ও সদর উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের মৃত বাদল সরদারের ছেলে আকের আলী সরদার (৬৭)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ইছাহাক আলী গত ২০ সেপ্টেম্বর রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

এদিকে, জ্বর ও শ্বাস কষ্টসহ হার্টের সমস্যা নিয়ে গত ১৮ সেপ্টেম্বর ভর্তি হন আকের আলী সরদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান। মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন