বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বজ্রপাতে ঘের মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বজ্রপাতে ধর্ম দাশ নামের এক মাছের ঘের মালিক নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা গ্রামের একটি মাছের ঘেরে এঘটনা ঘটে।

নিহত ধর্ম দাশ (৩৮) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা গ্রামের রঞ্জন দাশের ছেলে।
স্থানীয় খানপুর গ্রামের আক্তারুল ইসলাম জানান, ধর্ম দাশ সেমাবার বিকাল সাড়ে ৫টার দিকে কুলপোতা গ্রামে নিজের মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিল। এসময় বৃষ্টি চলাকালিন সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে ধর্ম দাশ নিজের মাছের ঘেরে ঘটনাস্থলেই মারা যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন