বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কৃষ্ণ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের চুনারব্রীজ নামক স্থানে এঘটনা ঘটে। নিহত কৃষ্ণ দাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের অশোক দাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , ব্যবসায়িক কাজে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কৃষ্ণ নওয়াবেঁকী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যা ছটার দিকে শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের চুনারব্রীজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭৯) তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এসময় ট্রাক চাকায় পিষ্ট হয়ে কৃষ্ণ দাস ঘটনাস্থলে নিহত হয়। তবে, এ সময় ঘাতক ট্রাক চালক দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কাজী ওয়াহিদ মুর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন