বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

 সাতক্ষীরার কালিগঞ্জে আগুনে পুড়ে বসন্ত রাণী সরকার (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শেওড়াতলা এলাকার দোকানে  কেরোসিনের ল্যাম্প থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে ।
নিহত বসন্ত রানী সরকার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শেওড়াতলা এলাকার মৃত ঈশ্বর রাখালের স্ত্রী।
স্থানীয়রা জানান, শেওড়াতলা এলাকায় ওই বৃদ্ধার দূর সম্পর্কের এক ভাতিজার মুদি দোকান ছিলো। প্রতিদিন দুপুরের পর থেকে বসন্ত রাণী ওই দোকানেই সময় কাটাতেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কেরোসিনের ল্যাম্প থেকে হঠাৎ ওই দোকানে আগুন লাগে। আগুনে বসন্ত রাণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায়  স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ মনির হোসেন জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল  মর্গে প্রেরণ করা হবে। আগুন লাগার কারণ তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন