মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট মটেরচক এলাকায় পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধুর নাম একাদশী মন্ডল। তিনি ওই এলাকার জয়ন্ত মন্ডলের স্ত্রী। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, একাদশী মন্ডল রোববার দুপুরে প্রতিবেশী সুবাস সরকারের পুকুরে গোসল করতে যায়। এসময় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। কিন্তু সাঁতার না জানার কারণে তিনি পানিতে ডুবে যান। এ সময় তার সাথে থাকা সবিতা রানী একাদশী পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি পাশের বাড়িতে জানায়। তাৎক্ষণিক প্রতিবেশীরা এসে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী জানান, মেয়েটি ভারতীয় হওয়ায় আমি ভিডিও কলে তার মার সাথে কথা বলে জেনেছি, সে সাঁতার জানত না। মাত্র ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে।

শ্যামনগর থানার এসআই রিপন জানান, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন