Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা এক অভিযানে ৫শ’ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলাধীন রামেরডাঙ্গা গ্রামস্থ ৭৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ বেলাল হোসেন (৩০)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের মোঃ রজব আলী গাজীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সদর উপজেলাধীন রামেরডাঙ্গা গ্রামস্থ ৭৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ বেলাল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সাতক্ষীরা র‌্যাব-৬ এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক আসামীকে সদর থানায় সোপার্দ করা হয়েছে। এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন