মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে ইসলাম ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার দায়ে থানায় মামলা দায়েরের পর শুক্রবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে শ্রীউলা ইউনিয়নের পুইজালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে স্থাণীয় এলাকাবাসী ।

আটক যুবকের নাম মিহির কান্তি বাছাড় (২২)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামের গুরুদাশ বাছাড়ের ছেলে।

পুলিশ জানায়, ইসলাম ধর্ম নিয়ে মিহির তার নিজ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত একটি পোষ্ট করে। বিষয়টি জানার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে বড়দল ব্রীজের উপর থেকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ধর্ম অবমানার দায়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ধর্ম অবমাননার প্রতিবাদে শ্রীউলা ইউনিয়নের পুইজালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বিকালে মানববন্ধন কর্মসুচি পালন করে স্থাণীয় এলাকাবাসী। এতে শত শত ধর্মপ্রাণ মানুষেরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পশ্চিম পুইজালা মোড়লবাড়ী জামে মসজিদের ইমাম মিজানুর রহমান মোড়ল, পুইজালা জামে মসজিদের ইমাম আব্দুল মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট /রুহুল কুদ্দুস/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন