শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ইরান প্রবাসী দম্পতির লেখা ‘পান্থ হৃদয়’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা

সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ইরান প্রবাসী দম্পতির লেখা “পান্থ হৃদয়” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সব্যসাচী আবৃত্তি সংসদ সাতক্ষীরার আয়োজনে বুধবার (৭ সেপ্টেম্বর) শহরের ম্যানগ্রোভ সভাঘরে বইটির মোড়ক উন্মোচন করেন, দেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব খায়রুল বাসার।

বইটি লিখেছেন, কবি, সাহিত্যিক ও রেডিও তেহরানের সাংবাদিক গাজী আব্দুর রশীদ ও তার সহধর্মীনি ফেরদৌসী পারভীন।

নাট্যব্যক্তিত্ব হেনরী সরদারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাষা গবেষক, প্রাবন্ধিক ও সব্যসাচী আবৃত্তি সংসদের উপদেষ্টা কাজী মুহম্মাদ অলিউল্লাহ, কবি কিশোরী মোহন সরকার, কবি শুভ্র আহমেদ, মনজুরুল হক, মারজান স্মিথা, অমিত সানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গল্পকার ও আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান ছট্টু।

প্রধান অতিথি বলেন, পান্থ-হৃদয় এমন একটি কাব্যগ্রন্থ যেখানে জীবনমুখি ও বাস্তবধর্মী উপমা দেয়া হয়েছে। কবিতা গুলোও খুবই বাস্তব ধর্মী ও জীবন ধর্মী। তিনি বইটির এ সময় সফলতা কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি এ সময় কবি, সাহিত্যিক ও নাট্য ব্যক্তিদের মিলন মেলায় পরিণত হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন