মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রভাব পড়েনি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাম গণতান্ত্রিক জোটের ডাকা বৃহস্পতিবারের হরতালে সাতক্ষীরায় নূন্যতম প্রভাব পড়েনি। শহরে যান চলাচল ছিল স্বাভাবিক। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলেছে স্বাভাবিকভাবে। এমনকি হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি জোটের কোন নেতাকর্মীকে।

সরেজমিনে দেখা যায়, জেলা শহরে যানবাহন চলেছে আগের দিনের মতো। অফিস-আদালত,দোকান-পাট চলেছে স্বাভাবিকভাবে। হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের।

এবিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সাতক্ষীরার জেলা সমম্বয়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল জানান, অনিবার্য কারণে হরতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করা সম্ভব হয়নি।

জ্বালানি তেল,ইউরিয়া সার,খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণের ভাড়া কমানো,বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালিত হয়েছে।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন