Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরার গাবুরায় নদীতে ভাসমান নৌকায় সন্তান প্রসব

গেজেট ডেস্ক

দেশের সর্ববৃহৎ ইউনিয়নটি সাতক্ষীরার শ্যামনগ‌র উপজেলার চারিদিকে নদী বেষ্টিত গাবুরা। জেলা সদর থেকে দুর্গম নদী পথ। এ পথে পার হওয়ার সময় নৌকাতেই সন্তান প্রসব করলেন শা‌মিমা খাতুন (১৮) না‌মের গৃহবধূ। শুক্রবার (১৮ সে‌প্টেম্বর) দিবাগত সন্ধ্যায় খোল‌পেটুয়া নদী‌তে এ ঘটনা ঘটে। পরে ওই প্রসূতিকে নদীর চরে রেখে সুস্থ করা হয়।

উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোরা গ্রামের কাশেম গাজী জানান, শুক্রবার বিকেলে তার মেয়ে শামিমা খাতুনের (১৮) প্রসব বেদনা শুরু হয়। এসময় স্থানীয় ধাত্রীকে ডাকা হয়। তিনি চেষ্টা করেও সন্তান প্রসব করাতে না পেরে হাসাপাতালে নেয়ার পরামর্শ দেন। গাবুরা থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। বিকল্প উপায় না থাকায় নৌকা ভাড়া করে উপজেলা সদরের হাসপাতালে যাওয়ার পথে নৌকার মধ্যেই শা‌মিমা সন্তান প্রসব করেন।

পরে তাকে পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী নামক স্থানে নদীর চরে রেখে কিছুটা সুস্থ করা হয়। রাতে দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স না যাওয়ায় নবজাতকসহ প্রসূতিকে হাসপাতালে না নিয়ে নৌকাযোগে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

গাবুরা ইউ‌পি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, নবজাতক ও মা দু’জ‌নেই ভালো আছেন। গেল আম্পান ও পরবর্তীতে অতিজোয়ারে গাবুরার একাধিকস্থানে বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে। ফলে এলাকার মানুষের চলাচলের প্রধান বাহন নৌকা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন