শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের নিচে চাপা পড়ে চার বছর বয়সের একটি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোঃ আলিফ (৪)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি খেলা করার সময় বাড়ির বাইরে রাস্তায় চলে যায়। এসময় দ্রæতগতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রæত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনা নিশ্চিত করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন