মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা সীমান্তের নদীতে নিখোঁজ ফজলু গাজীর সন্ধান দুই দিনেও মেলেনি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তের কালিন্দী নদীতে নিখোঁজ মৎস্যজীবী বৃদ্ধ ফজলু গাজীর সন্ধান গত দুই দিনেও মেলেনি। মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর এলাকায় কালিন্দী নদীতে নৌকা নামানোর সময় নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মৎস্যজীবী ফজলু গাজী (৬৮) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর এলাকার বাসিন্দা। নদীতে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফজলু গাজী কালিন্দী নদীতে নৌকা নামাতে গেলে সেটি বাতাসে দড়ি ছিড়ে চলে যায়। এসময় নৌকাটি ধরতে ফজলু গাজীও নদীতে ঝাপ দেয়। কিন্তু তিনি নৌকা ধরতে না পারায় পানিতে তলিয়ে যান। এর আগে তিনি বাঁচার জন্য আত্মচিৎকার করেন। এসময় তার নৌকাটি ভাসতে ভাসতে ভারত সীমান্তের পারে চলে গেলে বিএসএফ সেটি আটক করে।

মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অব্দুল হাকিম জানান, সীমান্ত নদী হওয়ায় ভয়ে কেউ তাকে উদ্ধার করতে পানিতে নামেনি। বিএসএফ ইতিমধ্যে তার নৌকাটি ফেরত দিয়েছে। ফজলু গাজীর মরদেহ উদ্ধারের জন্য সীমান্তের কালিন্দী নদীর দুই পারেই খোঁজ করা হচ্ছে। আজ বৃহস্পতিবারও তাকে খোঁজ করা হবে।

সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল হাসান হাফিজুল হক বলেন, বৃদ্ধ ফজলু গাজীর মরদেহ উদ্ধারের বিজিবি’র পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যহত রয়েছে। তিনি হয়তো মৃগী রোগি ছিলেন। যে করাণে পানিতে নামার পর স্ট্রোক করেছে। পওে তিনি আর উঠতে পরেননি।

তিনি আরো বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ফজলু গাজীর নৌকাটি বিএসএফ আমাদের জোয়ানদের কাছে ফেরত দিয়েছে। বর্তমানে নৌকাটি বিজিবি’র হেফজতে রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন