শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ আগষ্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সাঈদ হোসেন সদর উপজেলার গাঙনী গ্রামের আসগার হোসেনের ছেলে। সাঈদ কখনও ভোমরা স্থলবন্দরের বিভিন্ন গুদামে শ্রমিকের কাজ করতেন, আবার কখনও ভ্যান চালাতেন।

প্রত্যক্ষদর্শী মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেন জানান, সাঈদ হোসেন বাদামতলা বাজারে একটি ভ্যানে বসেছিলেন। এসময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ট, ১১-৫২০৯) ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান সাঈদ। ট্রাকের ধাক্কায় ভ্যানটি টুকরো-টুকরো হয়ে পড়ে। দূর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দিয়ে আটকে রাখে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন