মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ আব্দুল মজিদ বিশ্বাস ওরফে নুনু বিশ্বাস (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার (৭ আগষ্টা) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের ক্লাব মোড় এলকায় এঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ বিশ্বাস ওরফে নুনু বিশ্বাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে।

নিহতের ভাতিজা ওহিদুল ইসলাম জানান, চাচা আব্দুল মজিদ বিশ্বাস নিজের ঘেরের মাছ বিক্রি করার জন্য সকালে মোটরসাইকেলে শশুরবাড়ি আবাদচন্ডিপুর যাচ্ছিলেন। পতিমধ্যে আটুলিয়া ইউনিয়নের ক্লাব মোড় এলকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎস্যক ব্যবসায়ী আব্দুল মজিদ বিশ্বাসকে মৃত ঘোষনা করেন।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন