Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে বাল্য বিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল এক কিশোরী। বৃহস্পতিবার উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এই বাল্য বিবাহ বন্ধ করা হয়।

উপজেলা ওসিসির কার্যালয় সুত্রে জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলার এক স্কুল ছাত্রীর সাথে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর এলাকার এক ছেলের বিয়ের আয়োজন করা হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শাফিক, উপজেলা প্রোগ্রাম অফিসার ওসিসি প্রনব কুমার বিশ্বাস ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোঃ আনিসুর রহমান মল্লিক বৃহস্পতিবার ছেলের বাড়িতে উপস্থিত হন। এ সময় ছেলের অভিভাবকদের বুঝিয়ে বাল্য বিবাব বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় ছেলের বয়স ২১ বছর না হলে ফের বিবাহের আয়োজন করা হবে না মর্মে লিখিত অঙ্গীকার নামা নেন তাঁরা।

উপজেলা প্রোগ্রাম অফিসার ওসিসি প্রনব কুমার বিশ্বাস বলেন, স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিবাহটি বন্ধ করা হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন