Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরার কেরালকাতায় ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদ শূন্য হয়।

সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর।

প্রসঙ্গত: গত ৩০ জুন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়। এরই প্রেক্ষিতে শুধুমাত্র চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামি বছরের মার্চ-এপ্রিল মাসে দেশব্যাপী পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই হিসেবে মূলত ওইসময় পর্যন্ত কলারোয়ার কেরালকাতা ইউপির আসন্ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারবেন। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশব্যাপী ইউপি নির্বাচনের সময় কেরালকাতাসহ কলারোয়ার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন