মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পিস্তলসহ মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে যশোর জেলার ঝিকরগাছার বাকড়া গ্রামের আব্দুল ওহাব এর ছেলে।

মঙ্গলবার (১৯জুলাই) বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধার নেতৃত্বে এসআই মোহাম্মাদ ওসমান গণি সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চালাকে উপজেলা কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া রাস্তার উপর থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

এসময় সে নিজ হাতে তার কোমরে দেশীয় তৈরী একটি পিস্তল উপস্থিত লোকজনের সামনে বের করে দেয়। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন যে, এক ব্যক্তিকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য ওই পিস্তল নিয়ে যাচ্ছিলেন।

থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, তার নেতৃত্বে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন