Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
অবৈধ উচ্ছেদ অভিযান চলাকালে

সাতক্ষীরায় ঘরের চাল থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান চলাকালে ঘরের চাল থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার
দুপুরে খুলনা নেয়ার পথে তিনি মারা যায়।

নিহত নির্মাণ শ্রমিকের নাম মোঃ ইউনুচ আলী (২৩)। তিনি সাতক্ষীরা শহরের শিবতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরে অবৈধ উচ্ছেদ অভিযান চলাকালে ইউনুচ আলী পুরাতন এসপি অফিসের সামনে একটি ঘরের চাল ভাঙ্গার কাজ করছিল। এসময় হঠাৎ চাল থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার্ড করা হয়। খুলনায় নেয়ার পথে চুকনগর পৌঁছালে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন