মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় আশাশুনিতে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় মোঃ আকবর আলী গাজী (৫৮) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। তিনি আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের মৃত. আলহাজ্ব মোঃ আব্দুল আজীজ গাজীর ছেলে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের আটায়া বাজারের কাছে।

পা‌রিবা‌রিক সূত্র জানায়, ১৪ জুলাই রাত আনুমানিক সা‌ড়ে ১০ টার দি‌কে তিনি উপজেলার আটায়া বাজার থেকে ইলেকট্রিক ফ্যান মেরামত করে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যান তাকে সজোরে আঘাত করে। এ‌তে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন। ঘাতক ইঞ্জিন ভ্যানের চালক ভ্যান ফেলে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই আনুমানিক ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন তি‌নি। নিহতের পরিবার কোন অভিযোগ না করায় থানায় মামলা হয়নি।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন