মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাতক্ষীরায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়। এর আগে বেলা ১১টার দিকে আশাশুনির হাজিপুর এরাকায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব ও তার ছোট ভাই সুজন হোসেন আহত হয়।

নিহত যুবক সজিব হোসেন (২০) সাতক্ষীরার তালা উপজেলার মেছেরডাংগা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সজিব হোসেন তার ছোট ভাই সুজন হোসেনকে আনার জন্য মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে তার নানার বাড়ী সদর উপজেলার মাহমুদপুর গ্রামে যায়। ছোট ভাইকে নিয়ে চলে যায় তাদের পুরাতন বাড়ী দেবহাটার আটশতবিঘা গ্রামে। সেখান থেকে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলার হাজিপুর বাবলা বাগান কপি হাউজ সংলগ্ন সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রাস্তায় পড়ে গিয়ে দুই ভাই গুরতর আহত হয়। তাদরেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ব্যাংদহা বাজারের বিজয় মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্ত অবস্থার অবনতি হতে থাকায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকালে সজিব হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবসাহায় সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন