বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

তালায় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তালা প্রতিনিধি

সোমবার সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে গত রবিবার অনলাইন বিষয়ক উক্ত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তালা শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা বিদ্যালয় প্রথম, জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ দ্বিতীয় এবং পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন