শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

হোমিও চিকিৎসকদের নামে ‘ডাক্তার’ ব্যবহার ও উচ্চশিক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার শব্দ ব্যবহার ও উচ্চ শিক্ষার সুযোগসহ হোমিওপ্যাথিক চিকিৎসা আইন-২০২১ মহান জাতীয় সংসদে পাশ করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে হোমিওপ্যাথিক চিকিৎসকরা। রোববার (২৬ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ডি.বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ডি. বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাহিদা আক্তার মিতার সভাপতিত্বে ও সদস্য আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়দ কামরুজ্জামান, প্রভাষক আমিরুল ইসলাম মুকুল, চিকিৎসক ফজলে মাহমুদ, ইকরামুল হক, কামরুল ইসলাম, আব্দুল্লাহ হাবিব, ইন্টার্ন চিকিৎসক আব্দুল আজিজ, ইন্টার্ন চিকিৎসক ফারজানা মিতা প্রমুখ।

বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিসহ হোমিওপ্যাথিক চিকিৎসা আইন-২০২১ মহান জাতীয় সংসদে পাশ করার দাবি জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন