মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নারিকেল গাছে ধাক্কা মারায় মাথায় আঘাত পেয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ জুয়েল হোসেন (১৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার দত্তডাঙা গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।
মৃতের স্বজনরা জানান, জুয়েল শুক্রবার বিকালে স্থানীয় আবাদের হাট থেকে মোটরসাইকেলে সদর উপজেলার দত্তডাঙা গ্রামে বাড়ি ফিরছিল। পতিমেধ্য বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নারিকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় জুয়েল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স.ম কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন