মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গ্রামে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (১৬ জুন) সকালে।

মৃত গৃহবধুর নাম ডলি খাতুন (২০)। তিনি তালা উপজেলার শাহপুর গ্রামের ইট ভাটা শ্রমিক ইকবাল হোসেন খাঁ’র স্ত্রী।

ইকবালের চাচাতো ভাই জাহাঙ্গীর মিস্ত্রি জানান, গত বুধবার রাতে তারা একসাথে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে বিষাক্ত সাপ ইকবালের স্ত্রী ডলি খাতুনকে কামড় দেয়। বৃহস্পতিবার সকালে ডলি খাতুনের শিশু কন্যার পিঠের নীচে সাপটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় ডলি খাতুন অসুস্থ বোধ করলে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন