মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ২০ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালানী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

 

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩০০ গ্রাম ওজনের পাকা স্বর্ণ সহ এক চোরাচালানীকে আটক করেছে। রোববার (৫ জুন) রাত পৌনে ১০ টার দিকে দেবহাটা উপজেলার সন্যাসীখোলা এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মুল্য ২০ লক্ষ ৫৩ হাজার টাকা।

আটক চোরাচালানীর নাম মোঃ আরিফুর রহমান (২১)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চৌবাড়িয়া গ্রামের জয়নাল সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের একটি টহল দলের সদস্যরা রাত পৌনে ১০ টার দিকে দেবহাটা উপজেলার সন্যাসীখোলা এলাকা অভিযান চালিয়ে আরিফুর রহমানকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম ( সাড়ে ২৭ ভরি) ওজনের পাকা স্বর্ণ (পুরাতন স্বর্ণের গহনা ভেঙ্গে খাটি করা) উদ্ধার করে বিজিবি সদস্যরা। সোমবার সকালে তাকে দেবহাটা থানায় পুলিশে সোপার্দ করা হয়।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক স্বর্ণ চোরাচালানী আরিফুর রহমানকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন