মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে)সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতের নাম মোঃ রেজাউল করিম (৪৪)। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

সোমবার সকাল ছয়টার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মোটরের উপর পড়ে যান। এ সময় মোটরের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রেজাউল করিম। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন