শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

তালায় দুটি মোটরসাইকেল-স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় চেতনানাশক ঔষধ ব্যবহার করে একটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মে) রাত তিনটার দিকে উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জেঠুয়া গ্রামের মৃত গৌরপদ ঘোষের ছেলে আশিষ কুমার ঘোষ (৩০) ও দেবাশীষ কুমার ঘোষ (২৭) জানান, আমরা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের মা ঘরের বারান্দায় ঘুমায়। গভীর রাতে চোরেরা বাড়ির পাঁচালী টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে তারপর পাঁচালির গেইট ভেঙ্গে ফেলে। এরপর বারান্দার গেটের তালা ভেঙ্গে আমাদের ঘরের ছিটকিনি ভেঙ্গে ঘরের মধ্যে থাকা ২টি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে। শরীরে চেতনা নাশক ঔষধ দেয়ার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি। ভোর রাতে জেগে দেখি চোরেরা সবকিছু নিয়ে গেছে। এসময় আমাদের হাকডাকে প্রতিবেশীরা ছুটে আসেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন