মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় কবি কাজী নজররুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মে) সকাল ১১টায় কলেজের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবা-নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান এর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত রিফারি তৈয়ব হাসান বাবু, আইসিটি বিভাগের শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।

আলোচনা শেষে অনুষ্ঠানে নজরুল সংগীত এবং কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন