Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বুকে বাঁশ ঢুকে পুলিশের এএসআই নিহত

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা-আশাশুনি সড়কে চাপড়া বাসস্ট্যান্ড এলাকায় বাঁশ ভর্তি ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই শাহ জামাল (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্য যশোরের দূর্গাপুর এলাকার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে (তার কং নং ২১৬)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই শাহ জামাল ও সঙ্গীয় ফোর্স (কং/৬৮৩) নাজমুস শাহাদাৎ গতকাল রাত্রিকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। রাত ৪টার দিকে ডিউটি শেষে থানায় ফেরার পথে সাতক্ষীরা-আশাশনি মেইন রোড সংলগ্ন চাপড়া বাসস্ট্যান্ডে এলাকাতে মেসার্স জামান এন্টারপ্রাইজের সামনে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শস্থ একটি স্থির বাঁশ ভর্তি ট্রাকের পেছনের ঝুলন্ত বাঁশের অংশের সাথে আঘাতপ্রাপ্ত হন। বাঁশের একটি অংশ এএসআই শাহ জামালের বুকের ডান পার্শে ঢুকে যায়। সঙ্গী কনেস্টবল নাজমুস শাহাদাতের শরীরের বিভিন্ন অংশে কেটে যায়।

তাৎক্ষণিকভাবে সেখান থেকে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে আশাশুনি উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এএসআই শাহ জামালের অবস্থা গুরুতর হওয়াতে দ্রুত সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন