মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

একই হৃদপিন্ডের সঙ্গে যুক্ত দুই কন্যা শিশুর জন্ম !

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে একই হৃদপিণ্ড সংযুক্ত দুটি কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার (১৪ মে) বিকালে উপজেলা সদরের এমআরএ ক্লিনিকে উপজেলার ভ্রুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের ফজর আলীর স্ত্রী তহুরা বেগম (২২) সন্তান দু’টির জন্ম দেন।

দৌড়া বেগমের স্বামী মোঃ ফজর আলী বলেন, সকালে আমার স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে এমআরএ ক্লিনিকে ভর্তি করা হয় দুপুর তিনটার দিকে এমআরএ ক্লিনিকে সিজারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয় এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান ডাক্তার ফাতিমা ইদ্রিস দীর্ঘ এক ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে সংযুক্ত শিশু দুটিকে বের করে আনেন। বর্তমানে জন্ম নেওয়া শিশু দুটি ও তার মা ও ভাই সুস্থ আছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন