শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মে) সকালে স্থানীয় আস-সাদিক যুব সংঘের আয়োজনে উপজেলার তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই লাঠি খেলা ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।

আস-সাদিক যুব সংঘের সভাপতি পলাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা খাতুন মিলি, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তফা জামান, শিক্ষক গোলাম রসূল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু প্রমুখ।

উপজেলার দুটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই লাঠি খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। পরে জীবন্ত মানুষকে কবর দেওয়া, বুকের উপরে ইট রেখে ভাঙ্গা, কাগজের টাকা তৈরি করা, বুক দিয়ে কাচ ভাঙ্গাসহ নানা ধরনের জাদু প্রদর্শিত হয় সেখানে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন