মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসারা গ্রামের মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের মালি পাড়ার মনিরুল ইসলাম মালির মেয়ে মিরা (৬) ও একই গ্রামের ইয়াসিন আলি মালির মেয়ে চাঁদনী (৬)।

আনুলিয়া ইউনিয়নের দফাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, মীরা ও চাঁদনী সমবয়সী হওয়ায় তারা প্রায়ই এক সাথে চলাফেরা করত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে সবার অজান্তে তারা পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে  বেলা তিনটার দিকে পুকুরপাড়ে দু’জনের জুতা একসঙ্গে দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা।

এসময় পুকুরে নেমে খোঁজাখুঁজি করে বেলা সাড়ে তিনটার দিকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। একই সাথে একই পরিবারের দুই মেয়ে শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন