শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

উপকূলের ৫শ পরিবার পেল ‘ডু সামথিং’ এর উপহার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা উপকূলের দরিদ্র, অসহায়, দিনমুজুর ও দুস্থ পাঁচশ পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছে চিকিৎসকদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। বুধবার (১৩ এপ্রিল) শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া কাছারি ব্রিজ সংলগ্ন মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ডু সামথিং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবক মোতাছিম বিল্লাহ, নাসিম, শাহিন, মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকূলের দরিদ্র, অসহায়, দিনমুজুর ও দুস্থ প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাউল, ৩ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি বিরিয়ানি চাউল, ২ কেজি ছোলা, ২ কেজি মুড়ি, ১ প্যাকেট দুধ, ২ কেজি ডাউল, ১ কেজি সেমাই, ১ কেজি লবণ, ৪০০ গ্রাম ঝালের গুড়া, ৪০০ গ্রাম হলুদ গুড়া ও ৩ পিস করে সাবান প্রদান করা হয়।

প্রসঙ্গত, সারাদেশের আট জেলায় চার হাজার পরিবারের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন