মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে সাড়ে ৫ লাখ টাকার নুডুস। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বিভিন্ন কোম্পানীর সাড়ে ৫লাখ টাকার নুডুস পুড়ে যায়।

শনিবার (৯এপ্রিল) সকাল ৮টার দিকে কলারোয়া পৌরসভার শ্রীপতিপুর কলাগাছি মোড়ের মাস্টার মোক্তারুল হাই এর দ্বিতল ভবনে এই ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ। কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বলেন, সকাল ৮টার সময় পৌর সদরের কলাগাছি মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি বাড়তি আগুন লাগে। সংবাদ পেয়ে তৎক্ষণিক আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই গোডাউনের মালিক ইব্রিাহিম হোসেন জানান, এ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তিনি ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানীর সাড়ে ৫লাখ টাকার নুডুস তোলেন । তার ভাড়া নেয়া গোডাউনে ওই মালামাল রাখেন। হঠাৎ গত ৯ এপ্রিল সকালে আগুণ লেগে সব মালামাল পুড়ে চাই হয়ে যাওয়ায় তার ব্যবসায় মাথায় হাত ওঠে গেছে। তিনি এত টাকার ঋণ কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় ভুগছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন