মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে  ৫ নারী আহত

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৫ নারী আহত হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে অভিযোগ দেয়া হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কয়লা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান কয়লা গ্রামের মৃত আবু বক্কার দফাদারের ছেলে রফিকুল ইসলামের সাথে জায়গা জমি নিয়ে শহিদুল দফাদারের ছেলে আলেক হোসেনের বিরোধ চলে আসছে।

শনিবার সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ স্থানে ঘর বাধা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে সেলিনা খাতুন (৩৬), মনোয়ারা বেগম (৩২), নুর জাহান (২৭), নাছরিন (২৫), লাইলি খাতুন (২৬) আহত হয়।

আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন