শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

তালার ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক গ্রেপ্তার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় নাশকতা মামলায় ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার পরানপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি পরানপুর গ্রামের করিমুল্লাহ’র ছেলে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় জনমনে ভীতি তৈরী ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় একটি মামলা হয় (মামলা নং-১২)। সেই মামলায় তাকে আটক করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন