বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কলেজ ছাত্রী আঁখি হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন

তালা প্রতিনিধি

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় কলেজ ছাত্রী আকলিমা খাতুন আঁখিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার বিকালে তালা-পাটকেলঘাটা সড়কে গোপালপুর গ্রামের প্রধান সড়কের উপর উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় কুমার দে, পল্লী সমাজের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, কোষাধ্যক্ষ শ্যামলী রানী রায় প্রমুখ। উক্ত মানববন্ধনে কলেজ ছাত্রী আকলিমা খাতুন আঁখি হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন