মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ আব্দুল কাদের নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার আব্দুলখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের (৩৬) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর নূরানী মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা আব্দুল কাদের সকাল সাড়ে ১০ টার দিকে মটর সাইকেল যোগে কালিগঞ্জ উপজেলার রতনপুর নূরানী মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুলখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল কাদের মাথায় গুরুতর আঘাত পান। তার মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে তিনি মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/কেএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন