Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি

টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর এক প্রশিক্ষণ ও ভ্যালিডেশন কর্মশালা বুধবার সাতক্ষীরা খামারবাড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের প্রকল্প সমন্বয়কারী জালাল উদ্দীন মোঃ শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা প্রকল্পের ফোকাল পার্সন ড. রাধেশ্যাম সরকার।
কর্মশালায় সাতক্ষীরা জেলার সকল উপজেলার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, গবেষণা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃষি প্রকৌশলীসহ ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বাস্তবায়িত মোট ৭ টি টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে অতিরিক্ত লবনাক্ত জমিতে কাকড়া চাষ, জলাবদ্ধ জায়গায় মেলে চাষ, টাওয়ার গার্ডেনিং, লবনাক্ত এলাকায় প্রাকৃতিক মিষ্টি পানি (ক্রিক ওয়াটার) সংরক্ষণের মাধ্যমে সবজি মাছ ও ধান চাষ, মৃদু লবনাক্ত জমিতে চিংড়ী, মাছ ও ধান চাষ ইত্যাদি।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন